সরকার অসন্তুষ্ট বিএনপি কেন ভাংচুর করছে না
সরকার অসন্তুষ্ট বিএনপি কেন ভাংচুর করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, সরাকার অসন্তুষ্ট বিএনপি কেন ভাংচুর করছে না। আমরা যদি গাড়িতে ঢিল দিতাম ওই সুযোগে আওয়ামী লীগ বাসে আগুন দিয়ে মানুষ পুরিয়ে আরও নেতাকর্মীদদের নামে মামলা দিতে পারত। যেমন এর আগে দিয়েছে এবার এই সুযোগ পাইনি বলে তাদের মনক্ষ্নন্ন।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০ দলীয় জোটের শরীক জাগপা আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, বিএনপির নেতাকর্মী সাহস কম নেই। যদি সাহস নাই থাকত তাহলে প্রশাসন যে বলেছে ৪ জন একত্র হওয়া যাবে না, শ্লোগান, মিছিল করা যাবেন সেই পুলিশ কমিশনারেরর অফিসের সামনে দিয়ে বেগম খালেদা জিয়ার বহরে হাজার হাজর নেতাকর্মী থাকত না।
তিনি বলেন, খালেদা জিয়া আজ কারাগারে। তিনি সুবিচার পাননি। তার (খালেদা জিয়ার) মন ভাঙ্গার জন্য ইচ্ছা করে তাকে কারাগারে রেখেছে। কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা আছে বলেই তিনি কারাগারে গেছেন। রায়ে হয়েছে, জেলে গেছেন। তারপও তিনি আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন।
শুধুমাত্র নেত্রীর নির্দেশেই আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, এই দেশে আমরা মুক্তি যুদ্ধ করেছি গণতন্ত্রের জন্য, সুশাসন ও অর্থনৈতিক মুক্তির জন্য কিন্তু আজ দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের অর্থনৈতিক সমস্যা রয়েছে কি না? খুন, গুম হামলা-মামলা নারী নির্যাতনে ভরে গেছে দেশ অতএব দেশে কোনো সুশাসন প্রতিষ্ঠা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।


No comments