প্রশ্ন ফাঁসের পরও আবার ফালাফল বিক্রি!!!
পরীক্ষা খারাপ দিয়েছ? পরিক্ষার রেজাল্ট খারাপ হবে? ১০০% সিউওর দিয়ে ফেল থেকে পাস এবং গোল্ডেন করে দেই।
চলামান এস, এস, সি পরীক্ষায় একের পর এক প্রশ্ন ফাঁসের বন্ধ নেই। সরকার এত উদ্দেগ্য গ্রহনের পরও আটকাতে পারছেন না প্রশ্ন ফাঁস। ঠিক এমন সময়ই আবারও আরেকটি বোমা ফাটাল কিছু চক্র। তাদের মূল উদ্দেশ্য হল পরিক্ষার ফলাফল পরিবর্তন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসইবুকে বিভিন্ন Group এবং Page এ বিজ্ঞাপন দিতেছে কিছু চক্র। তাদের বিজ্ঞাপন হল ঃ পরীক্ষা খারাপ দিয়েছ? পরিক্ষার রেজাল্ট খারাপ হবে? ১০০% সিউওর দিয়ে ফেল থেকে পাস এবং গোল্ডেন দেই।
এ ব্যাপারে তাদের দলের এক জনের সাথে কথা বললে জানা যায় যে যদি তাদেরকে ১৮ হাজার টাকা দেই তাহলে তারা পরিক্ষার ফলাফল পরিবর্তন করে দিবে। তাদের শর্ত হল যে প্রথম অবস্থায় ১৫২০টাকা বোর্ড ফি বাবাদ দিতে হবে। পরে যখন রেজাল্ট দেয়া হবে তখন রেজাল্টের পর সমস্ত টাকা দিতে হবে। যদি তাদের শর্তে রাজি থাকি তাহলে তাহলে প্রথম অবস্থায় এডমিট কার্ড ও বোর্ড ফি দিয়ে ফ্রম ফিলাপ করতে হবে।
এ ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ন কমিশনার শেখ নাজমুল আলম কালের কন্ঠকে বলেন অনলাইনে নানা রকম বিজ্ঞাপন দিয়ে মানুষকে নানা ভাবে বিভ্রান্ত করছে কিছু প্রতারক চক্র এদের বেশির ভাগই ফেইক। এর মধ্যে যে গুলোর সূত্র পাওয়া যাবে সেগুলোর সূত্র ধরে আমরা আগাচ্ছি.........।


No comments