এ কী কাজ করল মিসর সরকার!! তিনদিনের জন্য সীমান্ত খুলে দু'দিন পরই বন্ধ করেছে মিসর!
১৩ দিন ধরে আটকে আছে ১৬০ ফিলিস্তিনি
নিজস্ব প্রতিবেদক। ০৭ঃ৩৯ পিএম ১৯ ফেব্রুয়ারি, ২০১৮।
মিসর সরকারের বাধার মুখে পড়ে ১৩ দিন ধরে কায়রো বিমানবন্দরে শোচনীয় অবস্থায় আটকা পড়ে আছেন ফিলিস্তিনের একশ ৬০ জন নাগরিক। ধারণা করা হচ্ছে, তাদের গাজা উপত্যকায় পাঠিয়ে দেওয়া হবে।
মানবাধিকার কর্মী এবং সেখানে ভ্রমণ করতে যাওয়া ব্যক্তিরা বলছেন, সেখানে আটক ব্যক্তিরা অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হচ্ছে। এমনকি তাদেরকে পরিমাণমতো এবং মানসম্মত খাবারও দেওয়া হচ্ছে না।
তারা আরো বলছেন, ওই ব্যক্তিরা পাতলা তোষক কিংবা ফেলে রাখা কাপড়ের ওপর ঘুমাচ্ছে।
ভ্রমণকারীরা বলছেন, হঠাৎ করেই মিসরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানায়, সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। মিসরের বাইরে থেকে যারা এসেছে তারা যেন ফিরে যায় বলে জানিয়েছে তারা। ফলে পশুর চেয়েও খারাপ অবস্থায় দিন পার করতে হচ্ছে আটকা পড়াদের।
জানা গেছে, চলতি মাসের ৭ তারিখ অস্থায়ীভাবে তিনদিনের জন্য সীমান্ত খুলে রাখার ঘোষণা দেয় মিসর। তবে মাত্র দু'দিন পরই সীমান্ত বন্ধ করে দেওয়া হয়।

No comments