কয়েক সেকেন্ডের ভিডিওতে সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড় করে খ্যাতির শিখর ছুঁয়েছেন প্রিয়া । একদিকে তার প্রশংসার বন্যা অন্যদিকে তার গান নিষিদ্ধ করার দাবি ।
৩ঃ৪৬পি,এম। ১৯ফেব্রুয়ারি,২০১৮।
‘ভ্যালেন্টাইনস ডে’ পেরিয়ে গেলেও প্রিয়ার চোখের মায়াবী ইশারায় এখনও অনেকেই পাগল। ঋষি কাপুরের মতো অভিনেতাও মজা করে আক্ষেপ করছেন, কেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়র তার সময়ে জন্মায়নি!
এর পর আবার তিনি মজা করে আক্ষেপ করেছেন, ‘আমার সময়ে তুমি কেন এলে না?’
I predict huge Stardom for this girl. Priya Warrier. So expressive,coy coquettish yet innocent. My dear Priya, you going to give all others in your age group a run for their money. God Bless and the best to you! Mere time mein naheen ayeen aap! Kyon? Lol
ঋষি কাপুরের এই টুইটের সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে প্রিয়া লিখেছেন, ‘প্রেমের রাজপুত্রের কাছে এরকম প্রশংসা পাওয়া পরম সম্মানের। সমস্ত শিল্পীর অস্তিত্বে আপনাদের সময়ের শিল্পীরা অনুপ্রেরণা হয়ে থাকবেন সবসময় ।
It’s an absolute honor to be praised by the “Prince of Romance “
The sort of mettle and mantle your aura infers in every artists existence will always be beyond common contentionhttps://twitter.com/chintskap/status/964542689806110721 …
বলিউডের বিশিষ্ট এই অভিনেতার প্রশংসার পাশাপাশি কেরলের ত্রিশুর শহরের বিমলা কলেজের বি.কম প্রথম বর্ষের ছাত্রী প্রিয়া ইতিমধ্যেই খ্যাতির বিড়ম্বনাতেও পড়েছেন ।
তার প্রথম মালয়ালম ছবি ‘উরু আদার লাভ’-এর গান ‘মানিকিয়া মালারইয়া’র এই ভিডিওটি নিয়ে ইতিমধ্যেই হায়দ্রাবাদের থানায় অভিযোগও দায়ের হয়েছে ।
ডেকান ক্রনিকল সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের রাজা অ্যাকাডেমি নামে একটি সংগঠন ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানিকে চিঠি লিখে গানটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।

প্রিয়া ও স্মৃতি ইরানি
একই অভিযোগে কিছুদিন আগে দারুল ইফতা জামিয়া নিজামিয়া নামে আরেক সংগঠন ফতোয়া জারি করে। গানটি বন্ধ না করা হলে ভারথীয় সেন্সর বোর্ডের দ্বারস্থ হওয়ার হুমকি দিয়েছে ।
গানের কথা নিয়ে আপত্তি তুলেছে ঔরঙ্গাবাদের জন জাগরণ সমিতি নামের এক সংগঠন।
সংগঠনের সভাপতি মহসিন আহমেদ অভিযোগ করেছেন, গানের কথায় ‘প্রফেট’ হজরত মহম্মদ ও তার স্ত্রী খালেদার পবিত্র প্রেমকে অপমান করা হয়েছে।
এর জন্য প্রযোজক, পরিচালক ও গীতিকারের বিরুদ্ধে জিনসি থানায় অভিযোগ জানিয়েছে তারা।
অবিলম্বে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তুলে নিয়ে গানটিকে নিষিদ্ধ করার দাবি করেছে এই সংগঠন।
‘উরু আদার লাভ’ চলচ্চিত্রটির পরিচালক ওমর লুলু জানিয়েছেন, শান রহমানের সুরে, ভিনীথ শ্রীনিবাসনের কন্ঠের এই গান তারা সিনেমা থেকে কিছুতেই বাদ দেবেন না ।
এসব বিতর্কের মধ্যেই দাবানলের মতো ছড়িয়ে পড়ছে প্রিয়ার জনপ্রিয়তা । হয়তো খুব শিগ্গির বলিউডে অভিষেক ঘটতে পারে তার ।

No comments